নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নাসিরনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় নাসিরনগর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ। নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল।
সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট লোকমান হোসেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, উপ প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, জাতীয় পরিষদের সদস্য সাইদুর রহমান খান ও মনিরুজ্জামান পামেন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এম সাইদুজ্জামান আরিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরী ও সাখাওয়াত হোসেন।
প্রথম অধিবেশন শেষ হওয়ার পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে নির্মল চন্দ্র চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে সাখাওয়াত হোসেন এবং প্রধান উপদেষ্টা হিসেবে সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইনকে নির্বাচিত করেন।