সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগর নাসিক ৫ নং ওয়ার্ড কোরবানির পশুর হাট করোনা ভাইরাস ঠেকাতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান। সাইলো কবরস্থান জামে মসজিদের জুম্মার নামাজ পড়ার সময় এলাকাবাসীর উদ্দেশ্যে সচেতন মূলক বক্তব্য রাখেন মশিউর রহমান। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন ধরনের কিশোর গ্যাং ও অপরাধীরা আত্মগোপন করে আছে। যদি কোন ব্যক্তিকে সন্দেহ হয় তাহলে দ্রæত থানা পুলিশকে খবর দিলে তৎক্ষনাৎ থানা পুলিশ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে। আপনাদের সন্তানরা কার সাথে চলা ফেরা করে তার বিষয়ে খোজ-খবর তার বাবা- মা নিবেন। মাদকের পাশাপাশি এখন কিশোর গ্যাংয়ের বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে সমাজে ও এলাকায়। তাই আপনাদের সন্তানরা যদি কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে তাহলে বাবা-মা তাকে সে পথ থেকে সরিয়ে নিয়ে আসেন এবং এলাকায় অপরাধীদের বিষয়ে থানা পুলিশকে অবহিত করেন। আপনারা যদি পুলিশকে অপরাধীদের ধরিয়ে দেওয়ার বিষয়ে সহযোগীতা করেন তাহলে দেশ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে, তা না হলে পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব হবে না। আমরা পুলিশ সদস্যরা আপনাদের যে কোনো সহযোগীতায় পাশে আছি এবং থাকব। আলোচনা শেষে নাসিক ৫ নং আইয়ুব নগর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন ওসি মশিউর রহমান ।তিনি বলেন বিভিন্ন জেলা থেকে আগত কোরবারি পশুর ব্যাপারীদের কোন ধরনের সমস্যা হচ্ছে কি না সে বিষয়ে ওসি মশিউর রহমান ব্যাপারীদের সাথে আলাপ করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু বেচা-কিনা করার জন্য ব্যাপারীদের উদ্দ্যেশে বলেন এবং যে কোনো সমস্যা হলে প্রয়োজনে পুলিশকে জানাতে বলেন। মশিউর রহমান সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পর আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে বলে জানান এলাকাবাসী।