নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৩নং বিট পুলিশিং ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নবগঠিত পঞ্চায়েত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর বটতলা এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ মেহেদী ইমরান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান (পিপিএম), পরিদর্শক (তদন্ত) মুফতি ওমর ফারুক স্বন্দীপি, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, পঞ্চায়েত কমিটির সিনিয়ার সহ-সভাপতি মিয়া নুর উদ্দিন, সাংবাদিক শাহাদাত হোসেন স্বপন, কেএ মোতালেব, এ্যাডভোকেট কামাল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপু, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, জিয়াউল হকসহ প্রমূখ।