পিংকি জান্নাত, নারায়ণগঞ্জ থেকে।।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর কার্যালয় এক সংবাদ সম্মেলনে জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হাত-পা বেধে পাষন্ড স্বামী রফিক চাপাতি দিয়ে হাতের কব্জি কেটে হাত থেকে বিছিন্ন করে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।
গত ১৫ জানুয়ারী খবর পেয়ে স্বজনরা ঘরের তালা ভেঙ্গে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জস্য হাসপালে নেন। এ নিয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা করলে। যার নং ৪৩ ওই মামলার সূত্র ধরে আসামী রফিক পলাতক থাকায় র্যাব-১১ এর যৌথ অভিযানে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ধর্ষক সাবিকুল
এছাড়া গত ১৭ই জানুয়ারী জেলার ফতুল্লা থানার রঘুণাথপুর তালিমউদ্দিন মাদ্রাসা এন্ড ইসলামিক স্কুলের ১ম শ্রেণীর ছাত্রীকে মাদ্রাসা একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে ছাত্রীর আত্মচিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে শিক্ষক সাবিকুল পালিয়ে যায়।
পরে শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করলে, আসামী শিক্ষক সাবিকুল পালিয়ে আত্মগোপনে থাকে। বিষয়টি র্যাবের নজরে আসলে র্যাবের যৌথ অভিযানে কিশোরগঞ্জের ইটনা থানা থেকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় তিনি আরো জাানান, গত ৯ ফেব্রুয়ারী জেলার সোনারগাঁ এলাকার বিছমিল্লাহ ফিলিং ষ্টেশনের সামনে থেকে যাত্রী বেসে আশার সময় ২১ হাজার ৩৫০পিস ইয়াবাসহ, রোহিঙ্গা নারী ও শিশুসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
তবে গ্রেফতারকৃতরা হলো চট্টগ্রামের চান্দগাঁও সিরাজ কলোনী এলাকার কবির আহম্মেদ এর ছেলে সেলিম ও কুতুপালং ৫নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছোহরা খাতুন । র্যাব জানান তাদের বিরোদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।