নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা কুতুব আইল এলাকা থেকে র্যাব-১১’র অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেন। গত(১৩ সেপ্টেম্বর) সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানাধীন কুতুব আইলস্থ জামিয়া আরাবিয়া হাজী সাইজ উদ্দিন আনওয়ারুল উলুম মাদ্রাসা সংলগ্ন থেকে। হাজী ইমান আলীর বাসার দ্বিতীয় তলার ডান পার্শ্বের ফ্ল্যাটের ভিতর মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে। ঘনাস্থলে আসামী মো: রুবেল হোসেন (৩২), পিতা অজ্ঞাত সাং গোদনাইল (এসিআই পানির ট্যাংকি সংলগ্ন), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে। ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময়ে উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য ৩০ হাজার ৬’শ টাকা পরিমানের মাদকদ্রব্য পাওয়া যায়।
জানাগেছে, মাদক কারবারী আসামী এলাকায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল। এমন ঘটনার সূত্র পেঁয়ে র্যাবের সক্রিয় একটি অভিযানিক দল সম্পূর্ণ কাজ করতে সক্ষম হন।
এবিষয়ে র্যাব-১১’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ধৃত আসামীর বিরুদ্ধে জেলার ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।