নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জে র্যাব-১১’র অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত (৬ সেপ্টেম্বর) বিকেল বেলা একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, মুন্সিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন দশকানি গ্রামস্থ মোহাম্মদিয়া আইডিয়াল মাদ্রাসার সামনে মাদক উদ্ধারসহ। অভিযান পরিচালনা করিয়া মহিলা আসামী জেসমিন বেগম (৩২), সাং দক্ষিণ চর মসুরা (৭ নং ওর্য়াড), থানা সদর, জেলা- মুন্সীগঞ্জের কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন। এবং পৃথক আরেকটি অভিযানে ঘটনাস্থল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন কুতুব আইল আবীর ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন ,মা বাবার দোয়া ভ্যারাইটিজ ষ্টোর নামক মুদির দোকানের সামনে মাদক উদ্ধারসহ। অভিযান পরিচালনা করিয়া রাসেল প্রধান (২৮), সাং কুতালের বাগ, মধ্যপাড়া মসজিদ সংলগ্ন, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ । ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে সর্বমোট ২ জন আসামীকে গ্রেফতার করেন। হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৬৪ হাজার টাকা এবং ইয়াবার আনুমানিক বাজার মূল্য ঊনপঁঞ্চাশ হাজার পাঁচশত টাকা। উল্লেখিত আসামীগণ উক্ত এলাকায় দীর্ঘদিন যাবত, মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানাযায়।
এবিষয়ে র্যাব-১১’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সদর মডেল থানায় এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।