অনলাইন ডেস্ক◊◊
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফাকে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে ঘোষণা করা হয়।
গতকাল (২৩ সেপ্টেম্বর) শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অপরাধ নিয়ন্ত্রণে ২০২৩ সনে আগস্ট মাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের অধিকারী অফিসারদের পুরুস্কার দেয়া হয়।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন। একই সাথে শ্রেষ্ঠ এস আই হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা এসআই কামরুল ইসলাম পিপিএম।
এছাড়াও ক্লুলেস মামলা ডিটেকশনকারী হিসেবে পুরুস্কার পেয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই হুমায়ন কবির-১ ও এসআই আলমগীর হোসেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৪ ক্যাটাগরিতে পুরুস্কার লাভ করেন।
২০২৩ সালের আগস্ট মাসে নারায়ণগঞ্জ জেলায় অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ ওসি অফিসার ইনচার্জ সহ নির্বাচিত সকল কর্মকর্তাদের হাতে পুরুস্কার তুলে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
এ সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।