নারায়ণগঞ্জ প্রতিনিধি◊◊
নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকা হতে ২৬ কেজি গাঁজা সহ ৪ জনকে গ্রেফতার করেন র্যাব।
গতকাল (১৯ আগস্ট) শনিবার রাত ১ টার সময় মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ২৬ কেজি গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাজু (২৬), পিতা- মোঃ রফিক, সাং- সিটি গেইট, বিশ্ব কলোনি কাচাবাজার, থানা- আকবর শাহ, জেলা- চট্টগ্রাম ২। মোঃ ইব্রাহীম (২৫), পিতা- মোহাম্মদ আলী, সাং- পাইনাদী নতুন মহল্লা থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ দিদার (২৩), পিতা- মোঃ ফারুক, সাং- চর লেংটা, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী, ৪। মোঃ জিসান (১৯), পিতা- জামাল মাঝি, সাং- মধ্যম বাগ্যা, থানাঃ চর জব্বার, জেলা- নোয়াখালী’দেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ১। মোঃ সাজু (২৬) ২। মোঃ ইব্রাহীম (২৫) ৩। মোঃ দিদার (২৩) ৪। মোঃ জিসান (১৯) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সাধারন পথচারীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় ও সরবরাহ করে।
এবিষয়ে র্যাব-১১’র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু দৈনিক সকালের কাগজকে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।