প্রাণঘাতি করোনাভাইরাস মুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম। একই সাথে করোনা মুক্ত হলেন তার স্বামী ওমর ফারুক জুয়েল ও মা। পরপর তিনটি টেস্টে করোনা নমুনা পরীক্ষা নেগেটিভ এসেছে তাদের। সর্বশেষ শুক্রবার (৮ মে) করোনা পরীক্ষায় তৃতীয় দফায় করোনা মুক্ত হলেন তারা।
শনিবার (৯ মে) সকালে তানিয়া তাবাসসুম বিষয়টি নিশ্চিত করেন। তিনি এখন সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনে ফিরছেন বলে জানান।
করোনা ভাইরাস সংক্রমন রোধে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ১৩ এপ্রিল আক্রান্ত হন৷ তারপর থেকে ডাক্তারের পরামর্শে তিনি নগরীর খানপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারের বাসায় আইশোলেশনে ছিলেন। একই সময় আক্রান্ত হয়েছিলেন তার পরিবারের অন্য দুই সদস্য।
তানিয়া তাবাসসুম বলেন, আল্লাহর অশেষ রহমতে চিকিৎসক, পরিবার ও প্রশাসনের কর্মকর্তা, সহকর্মীদের সহযোগিতা ও অনুপ্রেরণায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছি। বাসায় আইশোলেশনে থেকে গরম পানির ট্রিটমেন্ট , পরিষ্কার পরিছন্ন থেকে এবং ভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে সুস্থ হয়েছি। তবে এ রোগের মহৌষধ হলো মানসিক শক্তি এবং স্রষ্টার ওপর পরম ভরসা রাখা। আল্লাহর কাছে শুধু বলেছি যেন আমাদের ধৈর্য্য শক্তি বাড়িয়ে দেন। প্রথম দিকে প্রচন্ড দূর্বলতা ছিলো যেটা আস্তে আস্তে কমে এসেছে। কিন্তু যেদিন থেকে রোজা রাখা শুরু করলাম সেদিন থেকে কনফিডেন্স লেভেল আরো বেড়ে গেছে।
তিনি আরও বলেন, রোগী ও তার পরিবারকে সহযোগিতা ও চাপমুক্ত রাখার চেষ্টা করতে হবে।