নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি◊◊
ময়মনসিংহ নান্দাইল সর্বজন শ্রদ্বেয় প্রবিণ শিক্ষক,বিশিষ্ট শিক্ষাবিদ ও জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলী আফজল খান স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও আব্দুল আলিমের সঞ্চালনায় করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্জিয়া রেবেকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল।
এসময় আরো বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম
ভুঁইয়া,উপাধ্যক্ষ পারভেজ আহসান, একাডেমীক সুপারভাইজার আনোয়ার হোসেন,আইসিটি অফিসার রাকিবুল ইসলাম,প্রধান শিক্ষক আব্দুল খালেক, সুলতান উদ্দিন আহম্মেদ,আব্দুল হাকিম, জসিম উদ্দিন,রওশন আরা,বিএনপি নেতা মাসুম খান,তাইজুল ইসলাম, সাংবাদিক হান্নান মাহমুদ,শামছ ই তাবরিজ রায়হান,আমিনুল হক বুলবুল,হাবিবুর রহমান,গোলাম মোস্তফা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মরহুম আলী আফজল খান এর বর্ণাঢ্য কর্মজীবনের উপর বিশদ আলোচনা করেন।
এসময় নান্দাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক রাজনৈতিক ব্যাক্তিবর্গ,ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।