মোঃ গোলাম মোস্তফা,নান্দাইল◊◊
শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় নান্দাইল উপজেলার বীরকামট খালী দাখিল মাদ্রাসায় বই উৎসব পালিত হয়েছে।
আজ (১ জানুয়ারি) সোমবার ২০২৪ সকাল ১০ ঘটিকা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মোঃ রুহুল আমিন, পরিচালনা কমিটির সদস্য মোঃ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক মোঃ তাইজুল ইসলাম। তারা সকলেই দিক নির্দেশনামূলক ও বর্তমান কারিকুলাম নিয়ে ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য শেষে সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল হাই। বছরের প্রথম দিন ছাত্র ছাত্রীরা হাতে বই পেয়ে তারা অনেক খুশি এবং আনন্দ প্রকাশ করেন। অত্র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোছাঃ জান্নাতুল ও অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ শফিউল মাওলা বলেন বছরের প্রথম দিন আমরা হাতে বই পেয়ে অনেক খুশি আমরা সঠিকভাবে পড়ালেখা করতে পারবো সেজন্য আমাদের অনেক আনন্দ লাগছে।