মোঃ গোলাম মোস্তফা,নান্দাইল♦♦
গতকাল ৩১মে শুক্রবার রাত সাড়ে ৮ টায় নান্দাইল নতুন বাজার চার নেতা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ জুন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এমদাদুল হক ভূঁইয়ার আনারস প্রতীকের পোস্টার ও লিফলেট বিতরণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের ধাড়ালো অস্ত্রের আঘাতে মুরাদ হাসান ভূঁইয়া (১৭)নামে এক যুবক গুরুতর আহত হয় ।
তাৎক্ষণিকভাবে তাঁর সাথে থাকা লোকজন নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় সে মৃত্যুবরণ করে। নিহত মুরাদ হোসেন ভূঁইয়া কাকচর নিবাসী মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়ার ছেলে।
উল্লেখ্য; আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সে বিষয়ে কিছু তথ্য পাওয়া যায়নি।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান এঘটনায় কাউকে আটক করা যায়নি। তদন্তপূর্বক প্রকৃত খুনি’কে চিহ্নিত করে গ্রেফতার করার প্রক্রিয়ায় চলমান রয়েছে।