নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি♦♦
ময়মনসিংহের নান্দাইলে ধান ক্ষেত থেকে নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূর রক্তাক্ত্য লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার(১৭ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে নান্দাইল টু দেওয়ানগঞ্জ রাস্তার পাশে চারিআনিপাড়া বড়বড়িয়া বিলের ধান ক্ষেত থেকে উক্ত গৃহবধূর লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
জানগেছে, গৃহবধূ নাজমা আক্তার চারিআনিপাড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী এবং সে দুই সন্তানের জননী। ওইদিন রাতে নাজমা আক্তার নান্দাইল সদর বাজার থেকে হেঁটে একা বাড়ি ফিরছিল। পথিমধ্যে দূর্বৃত্তদের হাতে সে নির্মমভাবে খুন হয়। পরে স্থানীয়রা ধান ক্ষেতে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে রাতেই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
হত্যার কোন কারণ জানা যায়নি।
তবে স্থানীয়দের ধারণা, দূর্বৃত্তরা ওই গৃহবধূকে বিলের রাস্তায় একা পেয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।