নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি◊◊
ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় ত্রি-হুইলারের দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে হৃদয় (২৫) এবং একই বাড়ির নুরুল ইসলামের মেয়ে শামসুন্নাহার (৩২)। সম্পর্কে তারা মামি-ভাগনে।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ত্রি-হুইলারের চালক রবি হোসেন (৪৫)।
গতকাল শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে
উপজেলার কাউয়ারগাতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সুত্রে জানা যায়,শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের একটি হাসপাতালে এক আত্মীয়ের নবজাতককে দেখতে যান তারা। সন্ধ্যার পর তারা একটি ত্রি-হুইলারে করে বাড়ি ফিরছিলেন।
ত্রি-হুইলারটি নান্দাইল উপজেলার মুশল্লী ইউনিয়নের কাওয়ারগাতি এলাকায় পৌঁছতেই সড়কে রাখা একটি বালুর স্তূপে আটকে তাদের বহন করা যানটি উল্টে সড়কে পড়ে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে গুরুতর আহত চালক রবি হোসেনকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এবিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Tags: নান্দাইল