নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি♦♦
ময়মনসিংহের নান্দাইলে গোয়ালঘরের তালা কেটে আজিজুল হক ( ৪০) নামে এক কৃষকের ৩টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর দল।এতে এলাকাবাসী চুরির আতঙ্কে রয়েছে।
চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক আজিজুল হক ।গরুগুলো চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
গত শুক্রবার( ১৪ জুন২০২৪) দিবাগত রাতে উপজেলার চররবেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন্দ গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
কৃষক আজিজুল হক চর উত্তরবন্দ গ্রামের হালিম উদ্দিনের পুত্র।
কৃষক আজিজুল হক বলেন,এ ব্যাপারে থানায় জিডি করার প্রস্ততি নিয়েছি।
স্থানীয় ইউপি সদস্য বলেন, ঘটনা শুনেছি এবং থানায় সাধারণ ডায়রি করার পরামর্শ দিয়েছি।
নান্দাইল মডেল থানার ওসি বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাইনি।