নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি♦♦
ময়মনসিংহ নান্দাইলে উত্তর মুশুল্লী গ্রাম থেকে ৬ কেজি গাঁজাসহ ২ জন’কে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।এসময় একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর)রাত ১০ টার দিকে মুসুল্লি ইউনিয়নের উত্তর মুশুল্লী গ্রাম থেকে দুই মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন-কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বড়চাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. জহিরুল ইসলাম (৩৩) ও মো. তমিজ উদ্দিনের ছেলে মো. আলিম উদ্দিন (৪০)।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)ফরিদ আহমেদ জানান, মাদক ব্যবসায়ীরা উত্তর মুশুল্লী গ্রামে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জহিরুল ইসলাম ও মো. আলিম উদ্দিনকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এ সময় তাঁদের নিকট থেকে মাদক পরিবহণের কাজে ব্যবহৃত সবুজ রংয়ের একটি সিএনজি গাড়ী উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১১, তারিখ ১৮ অক্টোবর।