ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
ঢাকা ল্যাবএইড হাসপাতাল থেকে দিনাজপুরের উদ্দেশ্যে নানীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নাতির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় লাশবাহী এম্বুলেন্সের ড্রাইভারকে তাঁর বাম হাত ভাঙ্গা অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার নুরজাহানপুর মসজিদ সংলগ্ন রাস্তায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর মসজিদ সংলগ্ন এলাকায় দিনাজপুরগামী একটি লোড ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। অপরদিকে ঢাকার ল্যাবএইড হাসপাতাল থেকে আসা একটি লাশবাহী এম্বুলেন্স যার নাম্বার ঢাকা মেট্রো- শ ১৩-১৪৭৪ দিনাজপুরে যাওয়ার পথে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লাশবাহী এম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবক এম্বুলেন্সে থাকা মৃতের নাতি (মৃতের মেয়ের ছেলে)।
সে দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার মেফতাহুল রহমানের ছেলে হৃদয় মাহিন আলভি (২৩) এবং গুরুতর আহত লাশবাহী এম্বুলেন্সের ড্রাইভার বরিশালের গৌরনদী উপজেলার শরিকল গ্রামের আব্দুল মালেকের ছেলে মিঠু মিয়া।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এ ঘটনায় ১জন মারা গেছেন।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, এ দুর্ঘটনায় নানী-নাতির লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করায় লাশবাহী এম্বুলেন্স ও আহত ড্রাইভার পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।