নিজস্ব প্রতিবেদক♦♦
পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও অভিষেক বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ জার্নালিজম অ্যালমনাই অ্যাসোসিয়েশন-পিবজা’র এ সভা আয়োজন করা হয়।
গত ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে মেহেরপুর এর উদ্দেশ্য রওনা। ১৬ ফেব্রুয়ারি স্বাধীনতার সূতিকাগার মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকারের সঞ্চালনায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বার্ষিক বনভোজন ও অভিষেক উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
এরপরে বিভিন্ন স্পটে ঘুরে আসার চিত্র উপভোগ করি সংগঠনের সদস্য বৃন্দ। চলি কি কি স্পট ঘুরে আসলাম।
অনুষ্ঠানমালায় ছিল মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রুহী শামসাদ আরা।
বনভোজনে অংশ নেয়া পিবজা সদস্যরা জানান, এ ধরণের মিলনমেলা পিবজা পরিবারের মধ্যে পারস্পরিক বন্ধন, ঐক্য, সংহতিতে আরো দৃঢ় ভূমিকা রাখবে।
Tags: নানা