আলী আকবর বাদল,পিরোজপুর:
পিরোজপুরের নাজিরপুরে ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. জালাল শেখ (৪৫) সহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার (২৪মে) রাতে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জালাল শেখ উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের শাহ আলম শেখ-এর ছেলে।এই ঠিকানা তার নানা বাড়ির। এখানেও সে প্রতারনার আশ্রয় নিয়েছে। তার প্রকৃত পৈত্রিক বসতবাড়ি ঃঃ নাজিরপুর উপজেলার ৭নং সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। তার দাদার নাম হারেস সেখ।পিতার নাম শাহআলম সেখ।মাতার নাম নুরজাহান। এ ছাড়া একই রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী থেকে ওই গ্রামের সোলাইমান হাওলাদরের ছেলে চার্জসিট ভুক্ত আসামী মো. আবুল বাশার (৩৮) ও একই এলাকার সত্তার মাঝির ছেলে সুজন মাঝি (১৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী জালাল শেখ নোয়াখালী জেলার চাটখালী থানায় দায়ের হওয়া একটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। গত ২০০২ সালের ২৮ নভেম্বর দন্ডবিধি ৩২৮/৩৭৯ ধারায় মামলাটি দায়ের হয়। এ সময় ওই মামলায় ২২মাস কারাভোগের পর জামিনে বের হন। পরে নোয়াখালী দায়রা জজ ওই মামলায় তিনি পলাতক থাকা অবস্থায় ১৩ বছরের সাজা প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, গ্রেফতারকৃত জালাল শেখ একজন দুধর্ষ সন্ত্রাসী আসামী। তার বিরুদ্ধে নাজিরপুর সহ দেশের বিভিন্ন থানায় আরো ৫টি মামলা রয়েছে। নাজিরপুরের একটি মামলায় ও তার সাজা হয়েছিল বলে জানা যায়।