শোক সংবাদ♦♦
নান্দাইল উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্ৰাম নিবাসী মোঃ নাজিম উদ্দিন বেপারী ইন্তেকাল ফরমাইয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ( ১৪ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। নাজিম উদ্দিন বেপারী উক্ত গ্রামের মরহুম কারী নবী হোসেনের ভাতিজা ও আলী হোসেনের বড় পুত্র।
মৃত্যুকালে ৬ ছেলে ১ মেয়ে ও ১ স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি এজমা ও ডায়াবেটিক সহ বিভিন্ন দোয়ারোগ্য ব্যাধিতে ভোগ ছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার ( ১৫ মার্চ) বেলা আড়াইটার সময় চরকামটখালী তিনতলা মসজিদের সামনে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।