আব্দুল হালিম নিশাণ ও রুবেল মিয়া◊◊
নারায়ণগঞ্জ ৪টি আসন সোনারগাঁও-৩, নারায়ণগঞ্জ-৪, রুপগঞ্জ-১ ও আড়াইহাজার-২ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও মনোরম পরিবেশে সংগঠিত হয়েছে। এবং বাকী একটি আসন নারায়ণগঞ্জ-৫ অপ্রিতিকর ঘটনা ব্যালট পেপার ছিনতাই ও কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন একটা তৎপর দেখা যায় নি।
গতকাল (৭ জানুয়ারি) রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত একটানা দেশের সকল গণমাধ্যম কর্মীরা ভোট কেন্দ্রে তৎপর ছিলেন। এবং সারাদিনের ভোট শেষে, ভোট গণনাও দৃশ্যমান দেখাগেছে।
সুতরাং যেসকল কেন্দ্রে আমরা লক্ষ্যে করেছি যেমন- নারায়ণগঞ্জ সদর, সোনারগাঁ কাঁচপুর ওমর আলী স্কুল, মোগড়াপাড়া হাই স্কুল, রুপগঞ্জ সহ কেন্দ্রে উপস্থিত থাকাকালিন সময়ে। এসকল জনসমাগম কেন্দ্র গুলোতে ভোটার সদস্যদের সংখ্যা কম দেখা দিলেও, কিন্তু সুষ্ঠু-নিরাপদ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
**ফটো শুটে-মো: হেলাল উদ্দিন-
Tags: না'গঞ্জ