নারায়ণগঞ্জ প্রতিনিধি♦♦
নারায়ণগঞ্জে বাংলাদেশ শিল্পকলা মিলনায়তন একাডেমিতে গণজাগরণের শিল্প আন্দোলন ‘একজন রহিমুদ্দি’ নামক এক যাত্রাপালা অনুষ্ঠিত করা হয়।
গতকাল (১১ নভেম্বর) শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে নরসিংদী ‘সবিতা নাট্য সংস্থা’র পরিবেশনায় “একজন রহিমুদ্দি” নামক এক যাত্রাপালা আনন্দঘন পরিবেশে মঞ্চায়ন হয়েছে।

দেশের স্বাধীনতা বিপ্লবের প্রধান রুপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর স্মৃতিচাড়ণে বা স্লোগানে বিমূড় ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ নানা বিষয়ে যাত্রাপালা কর্মীদের মঞ্চায়নে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লা, দৈনিক বাংলাদেশ সময় নিজস্ব প্রতিবেদক আব্দুল হালিম নিশাণ, দৈনিক সমকালীন কাগজ’র সম্পাদক ও প্রকাশক মো: সাইমুন ইসলাম প্রমূখ।