শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৩নং নলকুড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন ৩নং নলকুড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রমজান আলী।কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শেরপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন,কৃষক দলের জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু,ঝিনাইগাতী উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান মাহমুদ,ঝিনাইগাতী উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম।
আরও উপস্থিত ছিলেন, নলকুড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খলিলুর রহমান,উপজেলা যুবদল সভাপতি,মাসুম বিল্লাহ সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ,এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লখ্য, সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ে কৃষি উন্নয়ন এবং কৃষকের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। অনুষ্ঠানে কৃষক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।