নরসিংদী প্রতিনিধি:
সমবায়-ই মুক্তির একমাত্র পথ। সমবায়ের পথে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে গতকাল মঙ্গলবার নরসিংদীর আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: হারুন অর রসিদ বিশ্বাস এর সাথে নরসিংদী জেলার সমবায় কার্যালয় ও উপজেলা সমবায় কার্যালয় সমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো: নবীউল ইসলাম, নরসিংদী সদর উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদাতুল হক, মনোহরদী উপজেলা সমবায় কর্মকর্তা মো: ওমর ফারুক, শিবপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো: আব্দুল জলিল ভূইয়া, বেলাব উপজেলা সমবায় কর্মকর্তা মো: জলিল হোসাইন, পলাশ উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা শাহিন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক নিবারণ রায় প্রমুখ। এর আগে ড. মো: হারুন অর রসিদ বিশ্বাস সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রাঙ্গনে সদ্য নির্মিত ফোয়ারা “আলোক ধারা”, সুপেয় পানির জন্য গভীর নলকুপ ‘প্রানদ’, নির্মল স্মরণী নামের সমবায় সড়ক উদ্বোধন করেন এবং তিনি ইন্সটিটিউটের বিভিন্ন ক্লাশ রুম পরিদর্শন করেন ও শেষে তিনি মাধবদীর সোনার বাংলা সমবায় কটন মলিস লি: পরিদর্শন করেন।