নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী সদর উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক মো: মওদুদ আহম্মেদ (৩৩)’কে ২৫০ বোতল ফেন্সিডিলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৯ অক্টোবর দুপুরে ভৈরব থানাধীন কমলপুর দূর্জয় মোড় ডাচ বাংলা বুথের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে মোটরসাইকেলে করে একটি ট্রাভেল ব্যাগ ভর্তি ফেন্সিডিল নিয়ে আশুগঞ্জ হইতে নরসিংদী আসার পথে ভৈরব থানাধীন কমলপুর দূর্জয় মোড় ডাচ বাংলা বুথের সামনে আসলে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে আট করে। এসময় তার ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং তার মোটরসাইকেলটি জব্দ করে।
গ্রেফতারকৃত মওদুদ আহম্মেদ নরসিংদী জেলার মাধবদী থানার কান্দাপাড়া গ্রামের ইলিয়াছ মোল্লার ছেলে এবং কুখ্যাত রশিদ রাজাকারের নাতি বলে জানা যায়। এব্যাপারে মাদক ব্যবসায়ী মওদুদ আহম্মেদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।