নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে শনিবার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করো হয়েছে। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। অভিযানকালে প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন রয়েছে কি না তা যাচাই করে কাগজপত্র সঠিক না থাকায় নরসিংদী শহরের ৫টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানগুলো হলো; নরসিংদী স্পেশালাইজড ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নরসিংদী ডায়াগনস্টিক সেন্টার, মৃধা ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো ডায়াগনস্টিক সেন্টার ও প্রফুল্ল ডেন্টাল সেন্টার।
অভিযান পরিচালনাকালে নরসিংদী সদর হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আবু কাউছার সুমন এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
অনিবন্ধিত অসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনে অভিজান অব্যাহত থাকবে বলেও শ্যামল চন্দ্র বসাক জানান।