নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা সমিতি ঢাকা কাযনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলমকে সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য বহিষ্কার করা হয়েছে। গত ৮ অক্টোবর বিকাল ৫ ঘটিকায় পল্টন আল রাজী কমপ্লেক্স এ নরসিংদী জেলা সমিতি- ঢাকা এক জরুরী কার্যকরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলমকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় উপস্থিত ২১ জন সদস্যের স্বাক্ষরসহ একটি রেজুলেশন সভাপতির স্বাক্ষরে প্রকাশ করা হয়। জানা যায়, নরসিংদী জেলা সমিতি- ঢাকা’র নাম ব্যবহার করে সংগঠন বিরোধী কর্মকাণ্ড, চাঁদাবাজি,সভাপতির স্বাক্ষর জাল, বিভিন্ন দপ্তরে গিয়ে সমিতির নামে ক্রেস্ট প্রদান করে বিনিময়ে টাকা নিয়ে আত্মসাৎ করেছে সে তথ্য মতে, শাহ আলম সমিতির প্রভাব খাটিয়ে চাকুরী, প্রমোশন ও পোস্টিংয়ের কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে। এসকল অপকর্মের জন্য নরসিংদী জেলা সমিতি -ঢাকা’র কার্যনির্বাহী পরিষদ সর্বসম্মতিক্রমে শাহ আলমকে সমিতির সাধারণ সম্পাদক পদে থেকে বহিষ্কার করেছে। তাই প্রতারক শাহআলমের সাথে কোন প্রকারের লেনদেন না করার জন্য সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন সমিতির সম্মানিত সভাপতি জনাব মোসলেহ উদ্দিন।