নরসিংদী প্রতিনিধি◊◊
আজ সোমবার অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নরসিংদী জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৬২২ ভোট পেয়ে মোঃ মনির হোসেন ভূইয়া (বিদ্রোহী) আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মতিন ভূইয়া (প্রতীক-কাপপিরিচ) পেয়েছেন ৩৫০ ভোট। অপর প্রার্থী সৈয়দ মাহমুদ জাহান লিটু পেয়েছেন (মোটরসাইকেল) ২১ ভোট।
নরসিংদী জেলার মোট ভোটার ছিল ১০০৩। ৬টি উপজেলায় ৬টি ভোট কেন্দ্রে মোট ১৩টি বুথ কক্ষ স্থাপন করা হয়। প্রতিটি ভোট কেন্দ্র এলাকা সিসি ক্যামেরার আওতাধীন ছিল।
শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন, বিজিপি, র্যাব, পুলিশ, আনসার, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করেছিল।