নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নে চাঁদা দিতে অস্বীকার করায় নয়ন মিয়া (৩৫) নামে এক ব্যাবসায়ী খুন করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহফূজ নামে একজনকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।
গত বুধবার (১৮ মে) সন্ধ্যায় নরসিংদীর মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া উত্তর পাড়া এলাকায় এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত নয়ন মিয়া চৌয়া উত্তর পাড়া এলাকার মানিক মিয়ার ছেলে। সে পেশায় একজন ইট-বালু ব্যাবসায়ী।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী শান্ত(২০) ও তার দলবল নিয়ে দীর্ঘদিন ধরে নয়নের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল কিন্তু নয়ন তাদেরকে চাঁদা দিতে অস্বীকার করে। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় নয়ন ইট-বালু বিক্রির টাকা নিয়ে বাড়ী ফেরার পথে আক্তারের দোকানের সামনে পৌঁছলে ঘাতক শান্ত তার দলবল নিয়ে নয়নের উপর হামলা করে। এসময় শান্ত তার সাথে থাকা ছুড়ি দিয়ে নয়নের বুকে আঘাত করলে নয়ন মাটিতে লুটিয়ে পড়ে।
পরে তার স্বজনরা নয়নকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ছোট ভাই হেলাল মিয়া বলেন,দেড় মাস পূর্বে শান্ত, আশু,বদু, রবিউল ও রহিজ তাদের বস মেহেরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আতাউর রহমানের নির্দেশে আমার ভাইকে তার মোটরসাইকেল সহ অপহরণ করে এক নির্জন স্থানে আটকে রেখে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।পরে আতাউরের মধ্যস্থতায় ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে ভাইকে ছেড়েদেয়।
আজ ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কথা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারণ উদঘাটন করতে গিয়ে জানতে পারি ঘটনার মূল হোতা শান্ত দীর্ঘদিন ধরে নয়নের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার আধাঘণ্টার মধ্যে মাহফুজ নামে এক জনকে গ্রেফতার করতে সক্ষম হই। ঘটনার মূল হোতা শান্ত সহ সবাইকে অতি শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।