নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর ঘোড়াশালে বিএনপি’র ইফতার কর্মসূচিতে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, স্থানীয় বিএনপি’র পক্ষ থেকে আজকে পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বিএনপির ইফতার আয়োজনের স্থান দখলে নেয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উল্টো পলাশ থানা বিএনপির দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন ভূঁইয়াসহ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আটক করে। এই ইফতার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আবদুল মঈন খান বলেন, আজ পলাশে ঘোড়াশাল পৌরসভা বিএনপির ইফতার পার্টি, আমি প্রধান অতিথি। আওয়ামী লীগ এসে আজ সকালেই প্যান্ডেল দখল করে নিয়েছে। আমাদের দফতর সম্পাদক কে ইতিমধ্যে পুলিশ ধরে নিয়ে গেছে। ইফতার করতে দেবে না বিএনপিকে। পুরো সন্ত্রাসী রাজত্ব।