নরসিংদী প্রতিনিধি◊◊
নরসিংদীর মাধবদী থানার নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেছেন টেক্সটাইল ব্যবসায়ী মোঃ আইনুল হক।
গত ১২ জুন আইনুল হক তার নিজ বাড়ীর সীমানা নির্ধারণ করে পুরাতন দেয়াল মেরামত করার জন্য রাজমিস্ত্রী নিয়োগ করেন।
এ সময় নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন এর নেতৃত্বে ৪/৫ জন লোক এসে বাউন্ডারি নির্মাণ কাজে বাধাঁ দেন এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অপারগত প্রকাশ করলে, উল্লেখিতরা ৪টি মোটরসাইকেলযোগে আরো লোকজন এনে কাজ বন্ধ করে দেয়। এবং কাজে নিয়োজিত রাজমিস্ত্রীদের মারধোর করে গুরুতর আহত করে।
পরবর্তীতে গত ১৯ জুন ভোর ৪টার দিকে আইনুল হকের ফ্যাক্টরির শ্রমিক আলাউদ্দিন প্রকৃতির ডাকে সাড়া দিতে কারখানা থেকে বের হয়ে গোডাউনের পিছনে গিয়ে দেখতে পান আশিকসহ ৫/৬ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গোডাউনে থাকা সূতায় আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনায় শ্রমিক আলাউদ্দিন ফ্যাক্টরির মালিক আইনুল হককে অবহিত করলে তিনি ঘটনাস্থলে এসে ফায়ার ফায়ারসার্ভিসে খবর দিলে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গোডাউনের মালামালসহ প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান আইনুল হক।
এবিষয়ে আইনুল হক বাদী হয়ে নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে একটি মামলা দায়ের করেন।