নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরের হতদরিদ্র অসহায় ৪ হাজার মানুষের মাঝে চাল, ঢাল, তেল, চিনি, সেমাইসহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৯ মে) সকালে শিবপুর উপজেলা পরিষদ মাঠে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহনের ব্যক্তিগত তহবিল থেকে এসব ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিত্যবানদের হতদরিদ্রের পাশে দাড়ানোর অংশ হিসেবে শিবপুর উপজেলার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদুল ফিতরের আগ পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।