নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উদ্যোগে সেবা গ্রহীতাদের তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) পলাশ উপজেলা সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় সংসদ সংসদ্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসন ও ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক। কর্মশালায় সেবা গ্রহীদের তথ্য অধিকার আইন বিষয়ে মূল প্রতিবেদন উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের যুগ্ন সচিব (প্রশাসন) আবুল বায়েছ মিয়া ও উপ সচিব শায়লা ইয়াসমিন। এসময় ও পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, প্রেসক্লাবের সভাপতি এস এম শফি সহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক, জন প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।