নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে শিশু ধর্ষণের অভিযুক্ত প্রধান আসামী মিরাজ মিয়া (১৯)’কে গ্রেফতার করেছে র্যাব-১১ । সিলেটের চুনারুঘাট সীমান্ত এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে র্যাব-১১ নরসিংদীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান এ তথ্য জানান র্যাবের নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান। গ্রেপ্তারকৃত মিরাজ মিয়া নরসিংদী জেলার বেলাব থানাধীন দেওয়ানের চর গ্রামের মোঃ চাঁন মিয়া এর ছেলে।
র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান জানান, শিশু ধর্ষনের প্রধান আসামী বাংলাদেশ ভারত সিমান্ত এলাকা সিলেটের চুনারুঘাট এলাকায় অবস্থান করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি চৌকস অভিযানিক দল শনিবার রাত সাড়ে ১০ টায় সিলেট হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন বাল্লা গ্রামে অভিযান পরিচালনা করে। সেখান থেকে নরসিংদীর বেলাব থানা এলাকার ১১ বছরের শিশু ধর্ষণের প্রধান আসামী মিরাজ মিয়া (১৯)’কে গ্রেপ্তার করে।