নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর মহাসড়কে চলাচল নিষিদ্ধ থ্রিহুইলার যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার দিনভর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ঢাকা-সিলেট মহাসড়কে এই অভিযান পরিচালনা করে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক নূর হায়দার তালুকদার জানাননরসিংদীর মহাসড়কে চলাচল নিষিদ্ধ থ্রিহুইলার যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার দিনভর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ঢাকা-, সড়ক দুর্ঘটনা এড়াতে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচল নিষিদ্ধ ঘোষিত থ্রিহুইলার যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইকসহ অর্ধশতাধিক থ্রিহুইলার যানবাহনের বিরুদ্ধে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। চলতি সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ পর্যন্ত মহাসড়কে চলাচলের দায়ে থ্রিহুইলার যানবাহনের বিরুদ্ধে মোট ৫৯০টি মামলা করা হয়েছে। চলতি ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৯০০টি মামলা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।