নরসিংদী প্রতিনিধি:
“জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুপ্রেরণায় ভাষার মাসে নতুন করে এক লক্ষ মানুষকে করোনা ভ্যাকসিনেশন সম্পন্নকরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন নব-নির্বাচিত ২০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নরসিংদী সদর, পলাশ, মনোহরদী ও বেলাব উপজেলার ২০ টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণকে শপথবাক্য পাঠ করানোর পর চেয়ারম্যানগণ এ অঙ্গিকার ব্যক্ত করেন। চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় নব-নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ভয়-ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে আইন অনুযায়ী সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে স্ব স্ব দায়িত্ব পালনের আহবান জানান। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারি রাজস্ব আদায় ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নে কাজ করতে সকলকে বলেন।
এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের আহবানে অনুপ্রাণিত হয়ে শপথ গ্রহণকারী নব-নির্বাচিত চেয়ারম্যানগণ স্ব স্ব ইউনিয়নে ২১ ফেব্রুয়ারির পূর্বে প্রতিটি ইউনিয়নে পাঁচ হাজার করে মোট এক লক্ষ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।