নরসিংদী প্রতিনিধি:
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূরকরি” এ-শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও নরসিংদীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল শনিবার নরসিংদী জেলা মৎস্য দপ্তরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মো: বেলাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাবেক সভাপতি নিবারণ রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আনিসুজ্জামান, সাংবাদিক মো: নূরুল ইসলাম, সেলিম মিয়া, জাকির হোসেন, মৎস্য চাষী সোহরাব মিয়া, হাবিবুর রহমান, আল-আমিন ভূইয়া, মোহাম্মদ আলী, প্রদীপ দাস প্রমুখ। ২৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে জেলা মৎস্য দপ্তর বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।