নরসিংদী প্রতিনিধি :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে গতকাল সোমবার নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সমন্বয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত নরসিংদী জেলায় খাওয়ানো হবে। নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমিরুল হক শামীম, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার সুমন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজ, সাবেক সভাপতি নিবারণ রায়, সিনিয়র সহ-সভাপতি একে ফজলুল হক, কোষাধ্যক্ষ মো: সেলিম মিয়া, সাংবাদিক বাদল কুমার সাহা, প্রীতিরঞ্জন সাহা, জাকির হোসেন, হলধর দাস, মোবারক হোসেন, বদরুল আমিন চৌধুরী, জয়নুল আবেদীন প্রমুখ। এ ওরিয়েন্টেশন কর্মশালায় নরসিংদীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।