নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর চরাঞ্চলের নজরপুর গ্রামে গলাকেটে রাজমিস্ত্রী হত্যার প্রধান আসামী ইয়াসিন (২৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল বুধবার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো: তৌহিদুল মবিন খান।
র্যাব এর একটি চৌকস দল বুধবার বিকেল পৌনে ৩ টায় নরসিংদী জেলার সদর থানাধীন করিমপুর দক্ষিনপাড়া থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ইয়াসিন মিয়া(৩৭) নরসিংদী জেলার সদর থানাধীন নজরপুর গ্রামের মোঃ হারুন মিয়ার পুত্র। এসময় তার কাছ থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উল্লেখ্য , গত মঙ্গলবার সকালে নজরপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের পেছনে পতিত জমিতে এলাকাবাসী একটি মৃতদেহ দেখতে পায়। পবরর্তীতে সকাল ৯টার দিকে নরসিংদীর সদর থানা কর্তৃক গলা কাটা লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত ব্যক্তি হলেন, নরসিংদী জেলার সদর থানাধীন নজরপুর গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৭)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুলাল মিয়ার সাথে ইয়াসিনের বিরোধ ছিল বলে জানা যায় । এরই জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।