নরসিংদী প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আলোচনা সভার আয়োজন করা হয়। নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে চিনিশপুরে বিকেলে আলোচনা সভা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুর কবির খোকন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল বাছেদ, জেলা বিএনপি নেতা আকবর হোসেন, ফারুক উদ্দিন ভূইয়া, আমিনুল হক বাচ্চু, শহর বিএনপির সভাপতি গোরাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া প্রমুখ।