মো: রুবেল মিয়া,সোনারগাঁ থেকে◊◊
না’গঞ্জ-৩ তথা সোনারগাঁ উপজেলা আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডেইলি সকালের কাগজ’র প্রধান উপদেষ্টা রুপালী খাঁন ও কাঁচপুরের মাহবুব খান বংশ প্রমূখ।
গতকাল (৯ জানুয়ারি) মঙ্গলবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত কাঁচপুর ইউনিয়ন জনমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন এমপি কায়সার। নির্বাচিত সংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এমপি কাঁচপুরবাসীর অফুরন্ত ভালোবাসায় মুগ্ধ হয়েছেন।
এসময় এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ। আমি আগামীকালকে জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে। আগামী ৫ বছরে কাঁচপুর ও সোনারগাঁও স্মার্ট হিসেবে রুপান্তরিত করবো। আমরা সকলে দলমত নির্বিশেষে একত্রিত ভাবে কাজ করবো ইনশাআল্লাহ্। সোনারগাঁয়ের ভাগ্য পরিবর্তনের উন্নয়নের এমনটি আশ্বাস প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা নান্নু মিয়া, ডেইলি সকালের কাগজের প্রধান উপদেষ্টা ও যুবলীগ নেতা রুপালী খান, মেম্বার হাসান খান, যুবলীগ নেতা শহিদুজ্জামান শহিন, সাবেক মেম্বার আব্দুল মান্নান, আ’লীগ নেতা মাহবুবুর রহমান খান, নূর আলম খান, ছাত্রলীগ নেতা রাসেল,তারেক,মামুন ও নাসির প্রমূখ।