আলোচনায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ.জলিল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক রাষ্ট্রদুত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।
আলোচনায় বক্তব্য রাখেন, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ ন্যাপের সহ—সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোক উদ্দীন পাঠান, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান খান, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক লীগের প্রচার সম্পাদক শাখাওয়াত কবির শিপন, শ্রমিক নেতা নাসির উদ্দিন, জাতীয় গণতান্ত্রিক লীগের দপ্তর সম্পাদক কামাল হোসেন।
প্রধান অতিথির ভাষণে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে ও স্বাধীন দেশ পরিচালনার জন্য সংবিধান দিয়াছেন। সংবিধান দ্বারা দেশ পরিচালিত হয়। সংবিধান ও জনগণের রক্ষক বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়াছেন নব নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতির কাছে এই সভা থেকে আমাদের দাবি যারা সংবিধান নির্বাচন আইন নিয়মনীতি মানে না তারা দেশ বিরোধী, দেশের উন্নয়ন বিরোধী, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করে তারা একাত্তরের ঘাতক ও পচাত্তরের ঘাতক। রাষ্ট্রপতির কাছে আমাদের অনুরোধ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ অসাম্প্রদায়িক ক্ষুধা—দারিদ্র মুক্ত দেশ গড়ার জন্য কাছ করবেন। সভা থেকে আমরা নব নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির সু—স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।