স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ আব্দুল মান্নান। রবিবার (০৯ মে) তাকে ফুল দিয়ে বরণ করে ক্রেস্ট প্রদান করেছেন বেসরকারি সংস্থা প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহমেদ এ সময় সংস্থায় কর্মরত কর্মকর্তা ও ইয়ুথ গ্রুপ সদস্যরা উপস্থিত ছিলেন। নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান কালীগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ডিজিটাল কালীগঞ্জ গড়ে তোলতে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি প্রফিট ফাউন্ডেশন এর কার্যক্রম শুনে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।