উল্লেখ্য, অর্থ পাচার ও দুর্নীতি বন্ধের দাবিতে কর্মসূচির পর ২০১৮ সালের ১৫ মার্চ রাতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীকে তুলে নেয়া হয়েছিলো। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়। তাঁকে ফিরিয়ে দেয়ার দাবিতে অনশন-মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত হয়েছিলো ২৫ মার্চ পর্যন্ত। টানা ১০ দিন নির্মম নির্যাতনের পর অর্ধ মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ ১৮ দিন পর তিনি সুস্থ্য হয়ে ওঠার পর গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘কে বা কারা নিয়েছিলো, আমি তা বলতে পারবো না; কারণ তাদের মুখ ঢাকা ছিলো। যেখানে আমাকে রাখা হয়েছিলো, সেখানে নির্মমভাবে নির্যাতন করেছে আর জানতে চেয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবির আয়ের উৎস কি? বিদেশী কোন সংস্থার সাথে নতুনধারার যোগাযোগ আছে কি না। যেহেতু নতুনধারার রাজনীতি জনগণ ও নতুনধারার রাজনীতিকদের অর্থে চলে সেহেতু সেই উত্তরই আমি প্রতিদিন দিয়েছি বারবার। এই উত্তরে সেই গুমকারীরা সন্তুষ্ট হতে পারেনি বলে শেষের দিকে আমার উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছিলো। এক পর্যায়ে আমি জ্ঞান হারাই। পরের ঘটনা আমি হাসপাতালে নিজেকে আবিষ্কার করি।’