সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর ১ জানুয়ারি নতুনধারা বাংলাদেশ এনডিবির ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিলো। যে ঘোষণাপত্রে দেশকে আত্মনির্ভরশীল করার ঘোষণা থাকলেও স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে আসার পরও আত্মনির্ভরশীল দেশ গড়ার জন্য কোনো সরকার ভাবেনি। যে কারণে আজ জাতি অর্থনৈতিকভাবে-সামাজিকভাবে ও সাংস্কৃতিকভাবে হুমকির মুখে পড়ছে। আর এ কারণেই দেশে কথায় কথায় মব ইনজাস্টিসের ঘটনা ঘটছে, চাঁদাবাজি বেড়েছে, দুর্নীতিও কমেনি বরং সচিবালয়ের মত কেপিআইভূক্ত এলাকায় অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটছে; যা অতিতের সকল সময়ের চেয়েও আশঙ্কার জন্ম দিচ্ছে। এমতবস্থায় প্রয়োজন নীতির সাথে সুপরিকল্পিত পদক্ষেপ; যাতে অর্থর্নীতি ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।