প্রকাশ সরকার সুমন।।
ধানমন্ডিতে দ্যা ম্যাজিকেল ব্রাশ শিরোনামে তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অলষ্টার এর আয়োজনে গত (৬ জুন) সোমবার থেকে শুরু করে আজ (৮ জুন) বুধবার ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে শেষ হলো এ চিত্র প্রদর্শনী।
প্রদর্শনী উদ্বোধন করেন ২১শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী, অভিনেতা, লেখক ও পরিচালক আফজাল হোসেন। পৃষ্ঠপোষকতায় ছিলেন মাহফুজ ক্যানভাস ও মুনতাশির হক।
আরও উপস্থিত ছিলেন, অলষ্টার এর প্রধান নির্বাহী ইসলাম খাঁন, ব্যবস্থাপনা পরিচালক মো: আবু সাঈদ, চিত্রশিল্পী বিরেন সোম, উত্তম কুমার রায়, মোহাম্মদ আলীসহ দেশ বরেন্যবর্গ। চিত্র প্রদর্শনীতে আরও অংশগ্রহন করেন অরিন, বাপ্পি, বিলকিস, প্রান্তিক, লোকমান, মিমি, সোনিয়া, কোবরাসহ অন্যান্য চিত্রশিল্পীগন। সমাপনী দিনে অংশগ্রহনকারী সকল চিত্রশিল্পীদের মাঝে সনদ,ক্যটালগ ও পূরস্কার বিতরন করা হয়।