নিজস্ব প্রতিবেদক:
যশোর জেলা বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নৌকার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। সোমবার (১৮ অক্টোবর) ধানমন্ডি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন সংগ্রহ করেন। জানা যায়, বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত তিনি রাখতে নৌকা মাঝি হতে চান। তথ্য মতে জানা গেছে, রবিউল ইসলাম রবি সুনামের সহিত দীর্ঘদিন যাব এ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। রবি ছোট থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে বড় হয়েছেন। পারিবারিকভাবে তারা আওয়ামী লীগ পরিবার। উচ্চশিক্ষা লাভের পর ও তিনি অত্র এলাকার অবহেলিত মানুষের কথা চিন্তা করে সমাজসেবার কর্মকাণ্ড চলমান রেখেছেন। ধলগ্রাম ইউনিয়ন বাসীর দেওয়া তথ্য মতে জানা যায়, রবিউল ইসলাম রবি ১০ বৎসর যাবত একটি স্কুলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাছাড়া ২০২১ সালে তিনি বীর প্রতীক ইসহাক মহা বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৩ সাল থেকে তিনি সুনামের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। রবির মনোনয়ন প্রত্যাশাকে কেন্দ্র করে ইউনিয়ন বাসী জানান, রবি ইউনিয়ন আওয়ামী লীগের প্রাণ। সে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তাকে সর্বস্তরের মানুষ পছন্দ করেন। কারণ তার নামে কোন প্রকার অভিযোগ নাই। রবিউল ইসলাম রবি যদি এ ইউনিয়নের নৌকার মাঝি হন তাহলে সর্বস্তরের মানুষ নৌকা বিজয়ের জন্য সোচ্চার ভাবে মাঠে থেকে কাজ করে যাবেন। জানা যায়, করোনাকালে তিনি অনেক পরিবারকে সহযোগিতা করে এসেছেন। নৌকার প্রতীক নিয়ে ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হতে পারলে তিনি এ ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার মনোনয়ন প্রত্যাশী রবিউল ইসলাম রবি বলেন, আমি সব সময় আমার এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন সর্বস্তরের মানুষ ইনশাল্লাহ আমাকে পছন্দ করেন। যার কারণে সাধারণ মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তিনি বলেন, করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাব পড়ে আমাদের যশোর জেলায়, যার প্রভাব আমাদের ইউনিয়নেও এসেছে। এ সময় আমি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূলের একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে অসহায়, দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাবো এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো। রবি আরো বলেন, আমি সব সময় দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও সাম্প্রদায়িক অনিয়মের বিরুদ্ধে আজীবন প্রতিবাদ করে এসেছি। এবারও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাম্প্রদায়িকদের পাশে থেকে তাদের উৎসব সফল করার বাস্তবায়নে দিনরাত কাজ করে গেছে। তিনি বলেন, আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সব সময় কেন্দ্রীয় নির্দেশনা পালনের জন্য মাঠে সোচ্চার রয়েছি। যদি আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভূতিতে নৌকার মাঝি হতে পারি ইনশাআল্লাহ উদার মনে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে যাবো।