অনলাইন ডেস্ক।।
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণীমা। আবারও নতুন জীবনে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে শুভ কামনা জানিয়েছেন তার সাবেক স্বামী আহমেদ ফাহাদ জামাল।
বৃহস্পতিবার রাতে পূর্ণিমার নতুন বিয়ের খবর প্রকাশ হওয়ার পর সাবেক স্বামী তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শুভ কামনা জানান।
আহমেদ ফাহাদ জামাল জানান, পূর্ণিমার বিয়ের খবরটি তিনি আগেই জানেন।
তিনি বলেন, খবরটি আমিও শুনেছি। দয়া করে আমাকে এসএমএস করা এবং কল করা বন্ধ করুন। মানুষের জীবনে এসব ভালো জিনিস ঘটে। আমার সঙ্গে খবর শেয়ার করার দরকার নেই। তার (পূর্ণিমা) জন্য শুভ কামনা। আমার কন্যার জন্য দোয়া করবেন৷
২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। বছর তিনেক আগেই পূর্ণিমার ডিভোর্স হয়ে যায়।
দীর্ঘদিন এ নায়িকা সিঙ্গেল মাদার ছিলেন৷ তখন তার পরিচয় হয় দেশের শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে।
রবিন-পূর্ণিমার তিন বছরের পরিচয় থেকে মন দেয়া-নেয়া হয়। গত ২৭ মে তাদের পছন্দকে প্রাধান্য দিয়ে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়৷ বর্তমানে রবিন-পূর্ণিমা একসাথে সুখে সংসার করছেন।
জানা যায়, চলতি বছরের শেষ দিকে রবিন-পূর্ণিমার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।