সমাবেশে শেখ নাসির উদ্দিন বলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন দেশের মেহনতী ভূমিহীন, কৃষক, শ্রমিক ও ছাত্র—জনতার অধিকার ও দাবী আদায়ের আন্দোলন সংগ্রামে সচেষ্ট একটি সংগঠন। রাষ্ট্র পরিচালনার বর্তমান আইন—কানুন ও সংবিধান কাঠামোতে দেশের মেহনতী ভূমিহীন, কৃষক, শ্রমিক ও ছাত্র—জনতার অধিকার প্রতিষ্ঠা হয়নি। তাই এর সংস্কার প্রয়োজন। এমনকি আমরা বারবার দাবি জানিয়ে আসলেও জাতীয় সংসদে ভূমিহীনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করণের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টো ভূমিদস্যু, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, লুটেরা প্রভাবশালীরা বিভিন্ন দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সাধারণ মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ হারিয়েছেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সহ—সভাপতি আব্দুস সাত্তার, মিজানুর রহমান আকন্দ, সহ—সাধারণ প্রীতম দাস, হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম রিংকু প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা এ্যাড. হাসনাত কাইয়ুম সহ সারাদেশ থেকে আগত ভূমিহীন আন্দোলনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।