নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল “ দৈনিক সকালের কাগজের” সহকারী সম্পাদক আরিফ বিল্লাহ্ ডালিমকে নিয়োগ প্রদান করা হয়। গত (১৫ জুলাই) বিকেলে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ প্রদান কালে। দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ব্যাপক ভাবে দায়িত্ব প্রদানের কথা বলেন পত্রিকা কর্তৃপক্ষ।
জানাগেছে, দেশের গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়িয়েছে অনলাইন নিউজ পোর্টাল। যা তাৎক্ষণিক ভাবে কোন প্রকার সংবাদ ঘটে যাওয়ায়, প্রকাশের অপেক্ষা রাখে একমাত্র অনলাইন পোর্টাল গুলো। তারই ধারাবাহিকতায় “সকালের কাগজের” ভুমিকা অতুলনীয়।যার কারণে দেশের সর্বস্তরের মানুষ সংবাদ গুলোকে সবার আগে পড়ে ফেলতে সক্ষম হয়। সেকারণেই দেশ নয় বরং আন্তর্জাতিক ভাবে সাড়া পৃথিবীতে অনলাইনের গুরুত্ব অনেক অংশে বেঁড়েগেছে। কাজেই আগের তুলনায় কাগজের ‘প্রিন্ট পত্রিকা, পড়–য়ার চেঁয়ে। এখন দ্বিগুন হারে অনলাইন পত্রিকা পড়–য়ার সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পেতে চলেছে।
এবিষয়ে গুগল মিনিটরিং করে দেখা য়ায়, মানুষের হাতের নাগালে এন্ড্রয়েড স্মার্ট ফোনের সুযোগ হয়ে, নেট প্রযুক্তির মাধ্যেমে। সোশ্যাল মিডিয়া-গুগল-ক্রোমসহ ইত্যাদি আরো অনেক সুবিধার মাধ্যমে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তের সংবাদ গুলোকে আগে পড়ার সুযোগ মিলে। তাই দিনে দিনে অনলাইন সংবাদ মাধ্যমকে অনেক অংশে প্রসারিত হতে চলেছে বলে জানাযায়।
এবিষয়ে পত্রিকার সহকারী সম্পাদক ডালিম বলেন, আমি এমন ভালো একটি অনলাইন পত্রিকায় কাজের সুযোগ পেঁয়ে, নিজেকে ধন্য মনে করি। এবং যতদিন বেঁচে থাকি যেন সুনামের সাথে দায়িত্ব পালন করতে পারি। কাজেই এই প্রতিষ্ঠানকে আমরা সকলে আপন প্রাণে মনে করে, ‘‘সকালের কাগজের’’ পরিবারকে যেন অনেক দুর এগিয়ে, নিয়ে যেতে পারি বলে জানান তিনি।
এবিষয়ে সকালের কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল হালিম নিশাণ বলেন, আমার জনপ্রিয় অনলাইন পোর্টাল “ দৈনিক সকালের কাগজ’’ পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অনেক দুর এগিয়ে নিয়েছি। এ পত্রিকাটি ভবিষ্যতে আপনাদের সকলের সহযোগীতায়, আমাদের বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে। তখন আমি নিজেকে গর্বিত কিংবা স্বার্থক মনে করবো। কাজেই সেক্ষেত্রে আপনাদের সকলের ভুমিকায়, আমার এই পত্রিকার প্লাটফর্মটি লেখনীর সুযোগ পাবে, দেশের মেধাবী ‘একঝাঁক, তরুণ কলম সৈনিকরা। তিনি আরও বলেন, ‘শিক্ষাই যদি জাতির মেরুদন্ড, হয়ে থাকে, তাহলে শিক্ষিত জাতিই একজন সাংবাদিক হিসেবে বিবেচিত হবে। কারণ পৃথিবীর যতপ্রকার পেশাজীবী আছে, তাঁর মধ্যে একজন সাংবাদিক, সকল পেশাজীবীদের চেঁয়ে “বুদ্ধজীবীদের কাতারে আছেন বলে জানান তিনি।